নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আব্দুল বাকী এবং অধ্যাপক ড. আতিকুর রহমান ভূঁইয়া।এবং উপস্থিত ছিলেন উক্ত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ আব্দুল্লাহ আল মামুন।
এসময় নবীন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপদেশ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ফিমস বিভাগের শিক্ষকগণ ও অতিথিবৃন্দ। প্রফেসর ড. মো.আসাদুজ্জামান রিমন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন ক্যাম্পাসে কোন ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতনের (র্যাগিং) শিকার হলে তা কর্তৃপক্ষের নিকট অবহিত করার জন্য।
বিভাগের সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে ১৬ তম ব্যাচের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন,"নোবিপ্রবির ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ১৭ তম ব্যাচ হিসেবে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের ডিপার্টমেন্টে রয়েছে দেশসেরা শিক্ষক -শিক্ষীকা মন্ডলি।আমরা সকলে শিক্ষক শিক্ষীকাদের দ্বারা অর্জিত জ্ঞান দেশ ও মানুষের সেবায় নিয়োজিত করবো। সবার সুন্দর এবং সাফল্য মন্ডিত ভবিষ্যত কামনা করছি। এছাড়াও ১৬তম ব্যাচের শিক্ষার্থী মো. মেহেদী হাসান নবীনদের সুন্দর, সুস্থ ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। শেষে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠানটির সমাপনী হয়।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com