নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও তুরস্কের ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) নোবিপ্রবি উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অপরদিকে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন ইরাসমাস ইনস্টিটিউশনাল কোঅর্ডিনেটর সেককিন তাইগুন আলটিনতাস।
চুক্তি স্বাক্ষর শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ইরাসমাস প্লাস মোবিলিটি প্রোগ্রামে নোবিপ্রবিকে অংশীদার হিসেবে যুক্ত করা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ সহযোগিতা আমাদের শিক্ষক ও গবেষকদের আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ করে দেবে।”
তিনি আরও বলেন, “যদি দুই বিশ্ববিদ্যালয় একসঙ্গে শিক্ষা ও গবেষণায় কাজ করে, তাহলে উভয় প্রতিষ্ঠানই উপকৃত হবে। এই চুক্তি ভবিষ্যতে বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা ও সমাজবিজ্ঞানের গবেষণায় নতুন দিগন্ত খুলে দেবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, শিক্ষা ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস প্রোগ্রামের কোঅর্ডিনেটর অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকী, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. গাজী মো. মহসিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী এবং ডেপুটি রেজিস্ট্রার ড. খালেদ মেহেদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
এই চুক্তি নোবিপ্রবির আন্তর্জাতিক সহযোগিতার আরেকটি মাইলফলক