নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৮ই ডিসেম্বর, ২০২৫ তারিখে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এবারের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দেশের খ্যাতনামা পরিবেশ আন্দোলনের নেত্রী ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মহামান্য রাষ্ট্রপতি ও নোবিপ্রবির চ্যান্সেলর সৈয়দা রিজওয়ানা হাসানকে সমাবর্তন অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য সানুগ্রহ অনুমোদন প্রদান করেছেন।
সমাবর্তনের সুনির্দিষ্ট সময়সূচি ও প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।