ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নোবিপ্রবিতে ইনডিজেনিয়াস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফ্রেশার্স রিসেপশন ও ফেয়ারওয়েল অনুষ্ঠিত

মাহী ছিদ্দীকী সিয়াম, নোবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ইনডিজেনিয়াস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের ২০১ নম্বর কক্ষে এক উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ শিবলুর রহমান, সংগঠনের উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন (চন্দন আনোয়ার), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দিব্যদ্যুতি সরকার এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির লেফটেন্যান্ট কর্নেল ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই আদিবাসী ঐতিহ্য অনুযায়ী অতিথিদের বরণ করা হয় “খাদি” পরিধান করিয়ে, যা আদিবাসী সংস্কৃতি ও পরিচয়ের সৌন্দর্য তুলে ধরে। পরে সাংস্কৃতিক পরিবেশনায় আদিবাসী শিক্ষার্থীরা নিজস্ব নাচ, গান ও ঐতিহ্যবাহী উপস্থাপনার মাধ্যমে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মুগ্ধ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল বলেন, বিশ্ববিদ্যালয় একটি অন্তর্ভুক্তিমূলক স্থান। এখানে বৈচিত্র্য থাকবে, আর সেই বৈচিত্র্যকে যত বেশি আমরা একীভূত করতে পারব, ততই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

তিনি নবীনদের উদ্দেশে পড়ালেখায় মনোনিবেশ করার পরামর্শ দেন এবং বলেন, তোমরা এখানে এসেছ নিজ যোগ্যতায়। তাই বিশ্বমঞ্চেও নিজেকে তুলে ধরতে পারবে।

এছাড়া তিনি পাহাড়ি অঞ্চলে কাটানো নিজের শৈশবের স্মৃতি ভাগ করে নেন এবং শিক্ষার্থীদের মাদক ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রস্তুতি, সিনিয়রদের স্মৃতিচারণ ও বিদায়ী শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন। অনুষ্ঠান শেষে নবীনদের মাঝে ফুল এবং বিদায়ীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।