ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নেপালে আগুনে পুড়ে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

নেপালের চলমান সহিংস বিক্ষোভে প্রাণ গেল সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের। স্থানীয় গণমাধ্যম খবরহাব জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা তার বাড়িতে আগুন ধরিয়ে দিলে এ ঘটনা ঘটে।

রাজধানী কাঠমান্ডুর দাল্লু এলাকায় অবস্থিত ওই বাড়িতে শতাধিক বিক্ষুব্ধ মানুষ প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। সে সময় ভেতরে আটকা পড়ে যান রাজ্যলক্ষ্মী। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হলেও গুরুতর দগ্ধ হয়ে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

এর আগের দিন সোমবার পুলিশের গুলিতে অন্তত ১৯ জন বিক্ষোভকারী নিহত হওয়ার পর পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। মঙ্গলবার সকালে আন্দোলনকারীরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে, যার জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন।

ওলির পদত্যাগের পর সহিংসতা আরও বেড়ে যায়। বিক্ষুব্ধ জনতা দেশটির পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বেশিরভাগ মন্ত্রীর বাড়িই এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া কেপি শর্মা ওলির পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।