ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নিটার লিজেন্ডস প্রিমিয়ার লীগের শিরোপা প্রলয়’০৯ এর হাতে, প্রয়াত সহপাঠীদের উৎসর্গ

নিটার প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে “নিটার লিজেন্ডস প্রিমিয়ার লীগ (এনএলপিএল)”–এর দ্বিতীয় আসর। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) নিটার গেইমস অ্যান্ড স্পোর্টস ক্লাব (এনজিএসসি)-এর উদ্যোগে নিটারের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

নিটার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আসরে মোট পাঁচটি দল অংশ নেয়— রিটায়ার্ড লিজেন্ডস (১ম থেকে ৫ম ব্যাচ), ইউনাইটেড লিজেন্ডস (৬ষ্ঠ ও ৭ম ব্যাচ), অমলান ০৮, প্রলয় ০৯ এবং অনির্বাণ ১০। খেলায় অংশ নেওয়া প্রতিটি দলই নিজেদের সেরাটা উজাড় করে দেয়, ফলে পুরো টুর্নামেন্টজুড়ে ছিল উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও আনন্দঘন পুনর্মিলনের আবহ।

সারা দিনব্যাপী আয়োজনে মাঠজুড়ে ছিল খেলোয়াড়দের দক্ষতা, দলীয় সমন্বয় ও স্পোর্টসম্যানশিপের দৃষ্টান্ত। প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন ও স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে নিটার ক্যাম্পাস। আয়োজনটিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং ভ্রাতৃত্ব, ঐতিহ্য ও বন্ধনের উৎসব হিসেবে দেখছেন অংশগ্রহণকারীরা।

রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় রিটায়ার্ড লিজেন্ডস ও প্রলয়’০৯। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হলে ম্যাচটি গড়ায় ট্রাইবেকারে। শেষ পর্যন্ত ট্রাইবেকারে জয় ছিনিয়ে নেয় প্রলয়’০৯, আর তাদের হাতেই উঠে দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন ট্রফি ও টুর্নামেন্ট সেরা হন একই ব্যাচের অযন। বিজয় উদযাপনের সময় প্রলয়’০৯ দল তাদের এই সাফল্য উৎসর্গ করে নিটারের নবম ব্যাচের প্রয়াত সহপাঠী প্রিয়াঙ্কা সরকার, জিদান, মাশফি, বরাত -দের স্মৃতিতে।

এই আয়োজনের মাধ্যমে শুধু মাঠের প্রতিযোগিতা নয়, বরং প্রাক্তন নিটারিয়ানদের মধ্যে এক অনন্য বন্ধন ও স্মৃতির আবেশ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসজুড়ে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।