সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)–এ আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) ইউনিফিল গ্রুপের সিস্টার্স কোম্পানি আমান নিটিং লিমিটেড এবং আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন লিমিটেড–এর জন্য দক্ষ জনবল নিয়োগের উদ্দেশ্যে দিনব্যাপী “ট্যালেন্টহান্ট” কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় এই শিল্প-প্রতিষ্ঠান নিটার ক্যাম্পাে রিক্রুটমেন্টের মাধ্যমে মেধাবী তরুণদের সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিতে এ আয়োজন করে।
দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন নিটারের পরিচালক ড. মোঃ আশেকুল আলম রানা, উপস্থিত ছিলেন ইউনিফিল গ্রুপের জেনারেল ম্যানেজার ও হেড অব এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স রোকসানা বিলকিস লাকি, ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং) মোঃ আরিফুল হক, সিনিয়র মার্চেন্ডাইজার মোঃ মশিউল ইসলাম মিশু এবং সিনিয়র এক্সিকিউটিভ সুমিত চক্রবর্তী। এ ছাড়াও উপস্থিত ছিলেন নিটারের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, বিভাগীয় শিক্ষকগণ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।
প্রোগ্রামের প্রথম অংশে নিটারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় একটি সেমিনার, যেখানে শিল্প-প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা টেক্সটাইল ও অ্যাপারেল সেক্টরের বর্তমান অবস্থা, কাজের ধরন, প্রযুক্তিগত চাহিদা এবং দক্ষতার পরিবর্তন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্ভাবনা, প্রস্তুতি, কোম্পানির কর্মপরিবেশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, সর্বশেষ প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় সেমিনারটি।
সেমিনার শেষে একাডেমিক ভবন-১ –এর বিভিন্ন ক্লাসরুমে পৃথক ভাইভা বোর্ড গঠন করা হয়। ইউনিফিল গ্রুপের কর্মকর্তারা সেখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন। প্রায় শতাধিক শিক্ষার্থী এ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান, টেকনিক্যাল দক্ষতা, যোগাযোগ দক্ষতা এবং কাজের মানসিক প্রস্তুতি যাচাই করা হয়।
নিটার ক্যাম্পাসে এমন আয়োজন শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি, চাকরির সুযোগ সম্প্রসারণ এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com