সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে নিটারের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, হোস্টেল ও আনুষঙ্গিক স্থাপনাসমূহের কাঠামোগত নিরাপত্তা যাচাইয়ে SB Consultant Ltd.–এর তিন সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল অদ্য (২৪ নভেম্বর ২০২৫) নিটার ক্যাম্পাস সরজমিনে পরিদর্শন করেছে।
দলটিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চীফ ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার এবং কন্সট্রাকশন ইঞ্জিনিয়ার। তারা ক্যাম্পাসের প্রতিটি ভবনের বর্তমান অবস্থা, সম্ভাব্য ঝুঁকি, ভবনের স্থায়িত্ব ও ক্ষয়ক্ষতির মাত্রা পর্যবেক্ষণ করেন। এ সময় তারা ভবনগুলোর বাহ্যিক ও অভ্যন্তরীণ কাঠামোয় নজর দিয়ে প্রয়োজনীয় পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করেন।
পরিদর্শন শেষে বিশেষজ্ঞ দল জানিয়েছে, ভূমিকম্প-পরবর্তী নিটারের স্থাপনাসমূহের সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হবে, যা আগামী দুই কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রদান করবে।


