প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২৩, ৬:৫৪ অপরাহ্ণ
নারী কর কর্মকর্তা অপহরণ, সাবেক স্বামীর পরিকল্পনায়
শনিবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুর ও রাজধানীর সবুজবাগ এলাকা থেকে মাসুদসহ তিনজনকে গ্রেপ্তার করে র্যাব।
অপহরণের শিকার এই যুগ্ম কমিশনারের সাবেক স্বামী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হারুন-অর রশিদ। তার মূলত ক্ষোভ ছিল তার স্ত্রীর ওপর। র্যাব জানিয়েছে, সেই ক্ষোভ থেকেই মাসুমাকে অপহরণের পরিকল্পনা করে হারুন। পরিকল্পনায় ব্যবহার করা হয় মাসুমার সাবেক গাড়িচালক মাসুদকে। মাসুদের নেতৃত্বে অপহরণ মিশনে অংশ নেয় মোট সাতজন।
গ্রেপ্তার মাসুদ র্যাবকে জানিয়েছে, অপহরণের এ বিষয়টি হারুনকে জানানো হয়, পরিকল্পনা অনুযায়ী মাসুমাকে হাতিরঝিলের একটি বাসায় নেওয়ার কথা থাকলেও ওই বাসার মেইন গেট বন্ধ পাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়িতে করে ঘুরতে থাকেন তারা। এরপর রাত ১২টার দিকে কাঁচপুর এলাকায় পরিচিত একটি গ্যারেজে গাড়িটি ঢোকানো হয়।
সেখানে নেওয়ার পথে অপহৃত নারীকে নির্যাতন করা হয়, প্রাণনাশের হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তার কাছে থাকা নগদ দেড় লাখ টাকা ও মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: +8809638214724
www.sangbadlive24.com