জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের মাঝে সবথেকে কম সময়ে স্নাতক সম্পন্ন করেছে লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ অক্টোবর) ৮ম সেমিস্টারের রেজাল্ট প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের স্নাতক সম্পন্ন হয়। এর আগে গত ১৩ জুলাই ৮ম সেমিস্টারের পরীক্ষা শেষ হয় লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই দ্রুততম সময়ে স্নাতক সম্পন্ন করার সুনাম অর্জন করেছে বিভাগটি।
সদ্য স্নাতক সম্পন্ন করা লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোঃ মাজহারুল ইসলাম বলেন, ১৩তম ব্যাচের মাঝে সবার আগে স্নাতক সম্পন্ন করতে পেরে আমরা সবাই উচ্ছ্বসিত। সবকিছু নিয়মিত রুটিন মেনে করা হয়েছে। করোনার সময় দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকলেও অনলাইন ক্লাসের মাধ্যমে সেই শূণ্যতাটাপূরণ করা হয়েছে। কোঅর্ডিনেটর , বিভাগীয় প্রধান ও সকল শিক্ষকদের সম্মিলিত পরিশ্রমের মাধ্যমেই এটা সম্ভব হয়েছে। বিভাগের প্রতি আমরা কৃতজ্ঞ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের মাঝেও লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা দ্রুততম সময়ে স্নাতক সম্পন্ন করেছিলেন।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com