জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডান্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) কৃষ্ণেন্দু কর্মকারকে প্রেসিডেন্ট ও নিবেদিতা দত্ত প্রমিকে সেক্রেটারি করে এই কমিটি ঘোষণা করা হয়। কৃষ্ণেন্দু কর্মকার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং নিবেদিতা দত্ত প্রমি মানব সম্পদ ব্যাবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এছাড়াও কমিটিতে ইভেন্ট মেনেজারের দায়িত্ব পালন করবেন মারিয়া আফসা রিয়া, ট্রেজারার হিসেবে রাত্রি চক্রবর্তী, মেন্টর হিসেবে সায়েদা সুজানা আহসান ছোয়া, ফ্লোর ম্যানেজার হিসেবে সিনথিয়া রহমান, ভিজুয়াল ডিজাইনার হিসেবে আদিব শাহরিয়ার এবং মিডিয়া ও মার্কেটিং এর দায়িত্বে থাকবেন রুহিনু মল্লিক।
ক্লাবটির নতুন সভাপতি কৃষ্ণেন্দু কর্মকার বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ড্যান্স ক্লাব প্রতিটা সদস্যের স্বপ্ন পূরণের একটা জায়গা। ড্যান্স ক্লাবের কাজ গুলো আরো সৃজনশীল করে তোলার পরিকল্পনা রয়েছে । ক্যাম্পাস ছাড়িয়ে এখন আমরা বাইরে পা ফেলার স্বপ্ন দেখছি। আমাদের চেষ্টা থাকবে ড্যান্স ক্লাবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের কাছে পরিচিত মুখ করে তোলার।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com