বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার গয়াবান্ধা শাহ এতেবাড়িয়া মাদ্রাসার পাশে আব্দুল মোত্তালেব স্টোরের স্বত্বাধিকারী আব্দুল মোত্তালেবের কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় জনগণ।
অভিযোগকারীরা জানান, আব্দুল মোত্তালেব পেশায় একজন মুদি ব্যবসায়ী হলেও মাদকের ব্যবসার সাথে জড়িত। স্থানীয় ছেলেদের নিয়ে মুদির দোকানের অন্তরালে আব্দুল মোত্তালেব মাদক বিক্রি করে। ফলে এলাকায় বখাটে ছেলেদের উৎপাত বেড়েছে যেমন ঠিক তেমনি বেড়েছে ইভটিজিং এবং বিভিন্ন রকমের অশালীন ইঙ্গিত। মুদি ব্যবসায়ী হলেও আব্দুল মোত্তালেব খোলা পেট্রোল বিক্রি করে। মাদ্রাসার পাশেই আব্দুল মোত্তালেবের দোকান হউয়ায় উক্ত দোকান থেকে কোমল মতি শিক্ষার্থীরা খোলা পেট্রোল বেশ কয়েকবার সুইসাইড এটেম্প করেছে। এছাড়া বিভিন্ন রকম খোলা ঔষধপাতি বিক্রি করে থাকে। যা আইনত সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। মাদক বিক্রি থেকে শুরু করে খোলা পেট্রোল বিক্রি তথা বিভিন্ন রকমের ঔষধ বিক্রি এবং নারীদেরকে উত্ত্যক্তকরণ এহেনো অপরাধ নাই যা আব্দুল মোত্তালিব করে নাই।
এলাকার মজিদ মিয়া নামের এক বাসিন্দা বলেন, আমরা স্থানীয় জনসাধারণ আব্দুল মোত্তালিবের অত্যাচারে অতিষ্ঠ। আমরা তার অত্যাচার থেকে মুক্তি চাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোত্তালেব স্টোরের স্বত্বাধিকারী আব্দুল মোত্তালেব অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি জানান, 'আমি কোন মাদক ব্যবসার সাথে জড়িত নই। কেউ শত্রুতা করে তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।'
এ বিষয়ে দুঁপচাচিয়া উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি বলেন, আমরা মোত্তালিবের বিষয়ে বেশ কিছু অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার শাহ এতে বাড়িয়া মাদ্রাসার পাশে মোতালেব স্টোর অবস্থিত।
সংবাদ লাইভ/বগুড়া
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com