নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি (NWU), খুলনা আয়োজিত DATATHON Competition-এ দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (NSTU) দল “Azkaban_Prisoners_101”!
দলটির সদস্যরা হলেন: আবু বকর সিদ্দীক আরমান, ফায়াজ আলী মুক্তাদির এবং আমানত উল্যা। তারা সকলেই কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (CSTE) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটসহ দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর মোট ৪৮টি প্রতিযোগী দল অংশ নেয় এই প্রতিযোগিতায়।
তিন দিনব্যাপী Kaggle Data Science Competition Platform-এ অনুষ্ঠিত অনলাইন রাউন্ড থেকে শীর্ষ ১০টি দল ফাইনাল রাউন্ডে নির্বাচিত হয়, যেখানে NSTU-এর “Azkaban_Prisoners_101” দলটি অন্য সকল দলকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com