পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শুক্রবার (৯ জানুয়ারি) এ আদেশ দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, আপিল বিভাগের আদেশেই এ সিন্ধান্ত নেয়া হয়েছে।
পাবনা-০১ আসন: ভিপি শামসুর রহমান (বিএনপি মনোনীত, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক), ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (জামায়াত মনোনীত, পদ নেই, প্রয়াত আমির নিজামী পুত্র), অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র), ইউনুস আলী (স্বতন্ত্র, কেন্দ্রীয় তাঁতিদলের সাবেক সহ-সভাপতি), মাসুদুল হক (স্বতন্ত্র, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য), খায়রুন নাহার খানম (স্বতন্ত্র, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক), মো. আব্দুল গণি (ইসলামী আন্দোলন) মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়াও পাবনা-০২ আসন: এ.কে.এম সেলিম রেজা হাবিব (বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য), হেসাব উদ্দিন (সুজানগর উপজেলা জামায়াতের আমির), আফজাল হোসেন খান কাসেমী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মেহেদী হাসান রুবেল (জাপা), নাসির উদ্দিন (গণফোরাম) মনোনয়নপত্র দাখিল করেছিলেন।


