তিনি বলেন, “বিএনপি ও জিয়া পরিবারকে রক্ষা করতে গিয়ে চরম নির্যাতন সহ্য করেছি। জীবনের নিরাপত্তাহীনতায় আত্মগোপনে থেকে পালিয়ে পালিয়ে সংবাদ সম্মেলন করতে হয়েছে। এই দলের জন্য শুধু জীবনটাই দেওয়া বাকি আছে।” আক্ষেপের সুরে তিনি যোগ করেন, “কথা ছিল ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে, কিন্তু তা করা হয়নি।
কর্মসূচিতে বাগেরহাটের রামপাল ও মোংলা থানা বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। স্লোগান আর জনসমাগমে কাটাখালি মোড় পরিণত হয় জনতার মিলনমেলায়।
কর্মসূচি শেষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। একইসঙ্গে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।