ads
ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য

দলের জন্য শুধু জীবনটাই দেওয়া বাকি: গণসংযোগে কৃষিবিদ শামীম

বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২৫ ২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

রামপাল-মোংলা অঞ্চলে গণসংযোগ করেছে বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
আজ সোমবার  বিকাল ৪টায় মোংলা-খুলনা-বাগেরহাট সংযোগ সড়কের কাটাখালি মোড়ে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।  এতে নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। এদিন জনসমাগম ও স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।
গণসংযোগে কৃষিবিদ শামীম বলেন, “আমার পুরো জীবন কেটেছে আন্দোলন করে, গুলি খেয়ে এবং জেল খেটে। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থেকে অসংখ্যবার কারাবরণ করেছি এবং একাধিকবার গুলিবিদ্ধ হয়েছি। আওয়ামী লীগ শাসনামলে আমার ওপর দমন-পীড়নের স্টিমরোলার চালানো হয়েছে। দেশের কোনো জেলখানা নেই যেখানে আমাকে নির্যাতন করা হয়নি।”
তিনি বলেন, “বিএনপি ও জিয়া পরিবারকে রক্ষা করতে গিয়ে চরম নির্যাতন সহ্য করেছি। জীবনের নিরাপত্তাহীনতায় আত্মগোপনে থেকে পালিয়ে পালিয়ে সংবাদ সম্মেলন করতে হয়েছে। এই দলের জন্য শুধু জীবনটাই দেওয়া বাকি আছে।” আক্ষেপের সুরে তিনি যোগ করেন, “কথা ছিল ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে, কিন্তু তা করা হয়নি।
কর্মসূচিতে বাগেরহাটের রামপাল ও মোংলা থানা বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। স্লোগান আর জনসমাগমে কাটাখালি মোড় পরিণত হয় জনতার মিলনমেলায়।
কর্মসূচি শেষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। একইসঙ্গে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।