নোয়াখালীতে দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এর আগে গত ২৪ এপ্রিল ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
কেন্দ্রীয় ছাত্রলীগের সেই আহ্বানে সাড়া দিয়ে আজ শনিবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশী জাহিদ হাসান শুভর নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা নোয়াখালী জেলার সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের দরিদ্র কৃষক হোসেন আলীর ফসলি জমির ধান কেটে ঘরে তুলে দেন।
কৃষক হোসেন আলী প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'শ্রমিকদের মজুরি এবার অন্য বছরের তুলনায় বেশি। পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম আমরা। এই সময়ে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নোবিপ্রবি ছাত্রলীগের প্রতি।'
এ বিষয়ে শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী নেতা জাহিদ হাসান শুভ বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে, 'বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় সারা বাংলাদেশে কৃষকদের সাহায্য করতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা নোবিপ্রবি ছাত্রলীগ গরীব কৃষকদের ধান কেটে ঘরে তুলতে সাহায্য করেছি। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।'
সংবাদ লাইভ/নোবিপ্রবি
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com