প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ণ
তৃতীয় দফা অবরোধের প্রথম দিন রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিকান্ড ও বিস্ফোরণ
তৃতীয় দফা অবরোধের প্রথম দিন রাজধানীতে বেশ কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের তথ্য পাওয়া গেছে। একই সময়ে একটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ধানমন্ডির রাত ৯টার দিকে রমজান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
এছাড়াও রাত ৮টার দিকে রাজধানীর বনানীতে, কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
অপরদিকে রাসেল স্কয়ারে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সেন্টারের সামনে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিএনপি-জামায়াত সহ বেশ কয়েকটি দলের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন আজ বুধবার (৮ নভেম্বর)। প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ পালন করে দলটি। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় অবরোধ পালন করে বিএনপি।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: +8809638214724
www.sangbadlive24.com