তাবিনাজ (তামাক বিরোধী নারী জোট) ও উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) কর্তৃক ঢাকায় নারীগ্রন্থ প্রবর্তনায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভিন্ন তামাক বিরোধী সংগঠন ও গবেষকদের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
শুরুতে স্বাগত বক্তব্য ও কর্মশালার লক্ষ্য উপস্থাপন করেন উবিনীগ ও তাবিনাজের পরিচালক সীমা দাস সীমু। উক্ত কর্মশালায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আতাউর রহমান মাসুদ তামাক সেবনের বিভিন্ন ক্ষতিকর দিক এবং বর্তমান তামাক নিয়ন্ত্রণের অগ্রাধিকার বিষয়সমূহ, বাংলাদেশের প্রেক্ষাপটে WHO FCTC ও MPOWER, FCTC’র আর্টিকেল ৫.৩ অনুযায়ী সরকারের অঙ্গীকার, পলসি এডভোকেসির কৌশল তুলে ধরেন।
কর্মশালায় অংশগ্রহণকারী ঢাকার তাবিনাজ সদস্যরা দলীয় আলোচনার মাধ্যমে ‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন দ্রুত পাশে নারীদের ভূমিকা’ নিয়ে মতামত ব্যক্ত করেন।
এই কর্মশালায় তাবিনাজ ও নারী সংগঠনের সদস্যরা তাদের আলোচনা ও মতামতের ভিত্তিতে কিছু দাবি তুলে ধরেন
- FCTC আর্টিকেল ৫.৩ এর বাস্তবায়ন করে তামাক কোম্পানির সাথে বৈঠক না করা।
- তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী প্রস্তাব দ্রুত পাস করে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।
বর্তমানে বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ এবং প্রতিদিন গড়ে ৪৪২ জন মানুষ তামাকপণ্য ব্যবহারের কারণে মারা যায়। বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত। ৬১ হাজারেরও বেশি শিশু (১৫ বছরের কম বয়সি) পরোক্ষ ধূমপানের কারণে সৃষ্ট রোগে ভুগছে। দেশে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনীর বাস্তবায়ন জনস্বাস্থ্য রক্ষা এবং জীবন বাঁচানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ পদক্ষেপ বাস্তবায়ন এখন সময়ের দাবি।
উক্ত কর্মশালায় ঢাকার প্রশিকা, দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, নিকুশিমা, আড্ডা, গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়াকার্স ফেডারেশন, নারীপক্ষ, শতাব্দী সমাজ কল্যাণ সংস্থা, সবুজের অভিযান ফাউন্ডেশন, চিন্তা পাঠচক্র ও তাবিনাজ সদস্যরা অংশগ্রহণ করেন।


