ads
ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

তথ্য খোঁজার যুদ্ধের ময়দানে জমে উঠলো নিটারে: ডিগ দ্যা ডাটা ৪.০

নিটার প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর নিটার কম্পিউটার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ডাটা অ্যানালাইসিস ও সমস্যা সমাধানভিত্তিক প্রতিযোগিতা “ডিগ দ্য ডাটা ৪.০”।

১৮ নভেম্বর ২০২৫, রোজ মঙ্গলবার, দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কনফারেন্স রুমে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে অংশ নেয় মোট ৩৬টি টিম। চারজন করে অংশগ্রহণকারীসহ মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১৮৬ জন। প্রতিযোগিতায় অংশগ্রহণের ফি নির্ধারিত ছিল ১৫ টাকা।

দুপুর ১টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হয় মূল কার্যক্রম। প্রতিযোগিতা দুইটি স্টেজে অনুষ্ঠিত হয়, ইনডোর ও আউটডোর।
ইনডোর রাউন্ডে ৮টি প্রশ্ন দেওয়া হয়, প্রতিটির মান ছিল ১০ নম্বর। ৪০ মিনিটব্যাপী এ রাউন্ড থেকে অন্তত ৫টি প্রশ্ন সম্পন্ন করতে সক্ষম দলগুলোকে পরবর্তী আউটডোর রাউন্ডে উত্তীর্ণ ঘোষণা করা হয়। আউটডোর রাউন্ডের প্রশ্নসমূহ প্রতিযোগীরা নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করে সংগ্রহ করে এবং প্রতিটি প্রশ্নের মান নির্ধারণ করা হয় ২০ নম্বর।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৫ ব্যাচের শিক্ষার্থীরা ইভেন্টটি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এ ধরনের আয়োজন আমাদের বাস্তবমুখী জ্ঞান ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানের শেষপর্বে উক্ত প্রতিষ্ঠানের তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা নবাগতদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং বিকেল ৪টার দিকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। তবে এই কম্পিটিশনের বিজয়ী দলের নাম নিটার কম্পিউটার ক্লাব কর্তৃক ১৫ তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রকাশ করা হবে বলে জানা যায়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।