ads
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ঢাবিকে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় বানানোর অঙ্গীকার ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২১, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আসন্ন ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যা—আবাসনের সংকট—মুল প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দু করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, “ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের। বাইরে মেস বা হোস্টেলে থাকার খরচ বহন করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে অনেক শিক্ষার্থী ৪-৫টি টিউশন করতে হয়। এতে তাদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার মতো সময় থাকে না।”

তিনি আরও বলেন, “সময়ের অভাবে অনেক শিক্ষার্থীর সিজিপিএ ৩.৫০-এর নিচে নেমে যায়, ফলে তারা ভালো চাকরির প্রতিযোগিতা থেকে বাদ পড়ে। ছাত্রদল শিক্ষার্থীদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে মাথার ওপর একটি ছাউনি এবং পড়ার জন্য একটি টেবিল নিশ্চিত থাকবে। বড় ভবনের প্রয়োজন নেই; সামর্থ্য না থাকলে টিনের চালা দিয়েও আমরা থাকার ব্যবস্থা করব।”

আবিদুল ইসলাম খান জানান, খুব শিগগিরই ঘোষিত পূর্ণাঙ্গ ইশতেহারে আবাসন সংকট নিরসনের পাশাপাশি শিক্ষার্থীবান্ধব বিভিন্ন পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী তানভীর বারী হামিম, এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ এবং ছাত্রদলের অন্যান্য প্যানেল সদস্যরাও উপস্থিত ছিলেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।