ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ৫ দফা দাবি পেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এক স্মারকলিপির মাধ্যমে উপাচার্যের কাছে এই দাবি তুলে ধরা হয়। স্মারকলিপিতে বলা হয়, প্রতিবছর প্রতিবন্ধী কোটায় অনেক শিক্ষার্থী ভর্তি হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য পর্যাপ্ত উদ্যোগ নেয়া হয়নি। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অধ্যয়ন উপকরণ, শ্রুতিলেখক, এবং ক্যাম্পাসে চলাচলে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের প্রবেশগম্যতার অভাবও উল্লেখ করা হয়।
প্রস্তাবিত ৫ দফা দাবি:
১. ভলান্টিয়ার ডাটাবেইজ তৈরি করে শ্রুতিলেখক, অডিওবুক এবং মোবিলিটি নিশ্চিত করা।
২. শিক্ষকদের ক্লাস লেকচার রেকর্ডিং সরবরাহের দায়িত্ব দেয়া।
৩. প্রতিটি রুটের বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন নিশ্চিত করা।
৪. একাডেমিক ভবন, ক্যাফেটেরিয়া এবং টিএসসিতে র্যাম্প স্থাপন করা।
৫. রেজিস্ট্রার ভবনসহ প্রতিটি ভবনে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ব্যবহারযোগ্য ওয়াশরুমের ব্যবস্থা নিশ্চিত করা।
স্মারকলিপিতে দাবি করা হয়, প্রথম তিনটি দাবি ২০ কার্যদিবসের মধ্যে বাস্তবায়ন এবং বাকি দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী এবং এনশিউরিং এক্সেসিবিলিটির সহপ্রতিষ্ঠাতা রিফতি-আল-জাবেদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই দাবিগুলো পূরণে উদ্যোগী হলে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত হবে।”
উল্লেখ্য, এই উদ্যোগ বাংলাদেশের মানবকেন্দ্রিক ও টেকসই উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com