ঈদ পরবর্তী দক্ষিণবঙ্গের ২১ জেলার জনসাধারনের কর্মস্থলে নিরাপদে পৌছাতে ঢাকা মুখী যানজট নিরসনের জন্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ওয়ারী বিভাগ ট্রাফিক ও ক্রাইম) প্রশাসনের সাথে গুরুত্বপূর্ন যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিএমপি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ এর নির্বাচিত সংসদ সদস্য ড: আওলাদ হোসেন ও ঢাকা -৫ এর সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা (সজল)। দক্ষিণ বঙ্গের ২১ জেলার মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পদ্মা সেতু পার হয়ে ঈদ পরবর্তী সময়ে কর্মস্থল ঢাকায় পৌছাতে যেন ভোগান্তির সৃষ্টি না হয় বিস্তারিত পরিকল্পনা গ্রহন করা হয়েছে। বিশেষ করে দোলাইরপাড় চৌরাস্তায় যানজটমুক্ত রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ওয়ারী বিভাগ ট্রাফিক ও ক্রাইম) প্রশাসন অতিরিক্ত জনবল নিয়োগ করে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার সচেষ্ট থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। এছাড়া পোস্তগোলা-দোলাইরপাড়-যাত্রাবাড়ী এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের জন্য পরিবেশবান্ধব পুলিশ বক্স নির্মাণ করার সিন্ধান্ত নেয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তি/ডিএমপি/ঢাকা
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com