ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতি (বগুড়া-জয়পুরহাট) আগামী ৩১ জানুয়ারি, শুক্রবার, আয়োজন করেছে একদিনব্যাপী বিশেষ বনভোজন। গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজনটি অনুষ্ঠিত হবে। ঢাকায় বসবাসরত বৃহত্তর বগুড়া ও জয়পুরহাটবাসীর জন্য এটি হবে একটি চমৎকার মিলনমেলার সুযোগ। আনন্দমুখর পরিবেশে এই বনভোজন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই বনভোজনের মাধ্যমে বৃহত্তর বগুড়া বাসীরা তাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং পারস্পরিক ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করতে পারবে। সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, আড্ডা ও গল্পের মাধ্যমে দিনটি হয়ে উঠবে স্মরণীয়। এছাড়াও থাকবে পুরস্কার বিতরণ এবং সংগীতানুষ্ঠান, যা আয়োজনে যোগ করবে ভিন্নমাত্রা।
খাবার মেন্যুতে থাকছে বগুড়ার বিখ্যাত দই এবং আলু ঘাঁটি সহ ঐতিহ্যবাহী নানা ধরনের খাবার। এতে অংশগ্রহণকারীরা খাবারের স্বাদে বগুড়ার ঐতিহ্যের স্বাদ নিতে পারবেন।
এই আয়োজনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, বৃহত্তর বগুড়া বাসী ছাড়াও অন্য জেলার পরিচিত মানুষদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সুযোগ। এটি আয়োজনটিকে আরও প্রাণবন্ত এবং উৎসবমুখর করে তুলবে।
বনভোজনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। জন প্রতি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। তবে বগুড়া ও জয়পুরহাটের সাধারণ শিক্ষার্থীদের জন্য টিকিট মূল্য রাখা হয়েছে মাত্র ৫০০ টাকা। রেজিস্ট্রেশনের জন্য টিকিট সংগ্রহের শেষ সময় ২৯ জানুয়ারি। টিকিট সংগ্রহ বা বিস্তারিত জানার জন্য মো. মিনার হোসেনের (০১৭১৪-৪৩৭৭৪০) সঙ্গে যোগাযোগ করা যাবে অথবা বৃহত্তর বগুড়া সমিতির অফিস থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
বনভোজনটি শুধু আনন্দ ও বিনোদনের আয়োজন নয়, বরং বৃহত্তর বগুড়া ও জয়পুরহাটবাসীর ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে। এটি সামাজিক সম্প্রীতি জোরদার করার পাশাপাশি নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আয়োজক কমিটি সকলকে আহ্বান জানিয়েছে, যেন নির্ধারিত সময়ে টিকিট সংগ্রহ করে এই বিশেষ দিনে অংশগ্রহণ করেন।
এই আয়োজনটি বৃহত্তর বগুড়া ও জয়পুরহাটবাসীর মধ্যে গভীর সম্পর্ক স্থাপনের পাশাপাশি স্মৃতিময় একটি দিন উপহার দেবে। তাই, নির্ধারিত দিনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আসুন, সবাই মিলে উপভোগ করি এক মিলনমেলা ও উৎসবের দিন।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com