২০২৫ সালের ৩ মার্চ ঢাকার সিক্স সিজনস হোটেলে “রেবিস: বর্তমান অবস্থা ও নিয়ন্ত্রণ” শীর্ষক একটি প্রযুক্তিগত সেমিনার অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে এসি আই অ্যানিমেল হেলথ। সেমিনারে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং পোষা প্রাণীর চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
সেমিনারটির সূচনা হয় ড. আমজাদ, হেড অব বিজনেস, এ সি আই অ্যানিমেল হেলথ-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং এ সি আই অ্যানিমেল হেলথ-এর পণ্য ও সেবাসমূহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন। এরপর মিস মেমোরি জাহান শিমু এবং ড. ফারজানা এ সি আই-এর পোষা প্রাণী সংক্রান্ত কার্যক্রম (Pet Folio) উপস্থাপন করেন।
এরপর ড. মো. এ. সালেক, চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার, এ সি আই অ্যানিমেল হেলথ, বাংলাদেশে পোষা প্রাণী পালনের বর্তমান প্রবণতা ও পরিবর্তন নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন যে, দেশে পোষা প্রাণীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে তাদের স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এরপর শুরু হয় প্রযুক্তিগত অধিবেশন, যা সভাপতিত্ব করেন প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ, সাবেক উপাচার্য, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (CVASU)।
প্রথমে মারেক ভিস্টাভেল, মার্কেটিং ও সেলস ডিরেক্টর, বায়োভেটা কোম্পানি সম্পর্কে এবং তাদের বিভিন্ন পণ্য বিশেষত পোষা প্রাণীর ভ্যাকসিন উৎপাদন ও মান নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করেন। এরপর রবার্ট কুন, রিজিওনাল ডিরেক্টর, বায়োভেটা, “রেবিস: বর্তমান অবস্থা ও নিয়ন্ত্রণ” বিষয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা করেন। তিনি রেবিস কীভাবে সংক্রমিত হয়, এটি কীভাবে প্রতিরোধ করা যায় এবং রেবিস ভ্যাকসিনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এরপর তিনজন আলোচক, ড. ময়নুল ইসলাম (বিডি, ভ্যাকসিন), ড. মোহাম্মদ রফিকুল ইসলাম (সদস্য পরিচালক, বিএআরসি), ও ড. হিরেশ রঞ্জন বর্মিক (সাবেক মহাপরিচালক, ডিএলএস ও প্রধান উপদেষ্টা, এ সি আই) রেবিসকে একটি জনস্বাস্থ্য হুমকি হিসেবে চিহ্নিত করেন এবং পোষা প্রাণীর জন্য রেবিস টিকা গ্রহণের গুরুত্ব ব্যাখ্যা করেন। তাঁরা উল্লেখ করেন যে, নিয়মিত টিকা প্রদান করলে পোষা প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে এবং এই জুনোটিক রোগটি (পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত রোগ) প্রতিরোধ করা সম্ভব হবে।
সেমিনারের সভাপতি প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ প্রযুক্তিগত অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন এবং “ওয়ান হেলথ অ্যাপ্রোচ” এর ওপর গুরুত্বারোপ করেন, যা জনস্বাস্থ্য ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি এ সি আই অ্যানিমেল হেলথকে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান।
সেমিনারের শেষ পর্যায়ে ড. ফয়সাল ফেরদৌস, ন্যাশনাল সেলস ম্যানেজার, এ সি আই অ্যানিমেল হেলথ, উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।


