প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২২, ৩:৫১ অপরাহ্ণ
ডিআরইউ নিবার্চন: বিজয়ী হলেন যারা
পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মুরসালীন নোমানী। এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল।
আজ বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ডিআরইউ প্রাঙ্গণে বিরাজ করে সাজসাজ রব। এবার নির্বাচন কমিশনের নির্দেশে পোস্টার, ব্যানার লাগানো বিরত থাকলেও শেষ মুহূর্তে ভোটকেন্দ্রে প্রবেশের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট চান প্রার্থী ও তাদের সমর্থকেরা।
কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২৩ এ সভাপতি পদে নোমানী পেয়েছেন ৬৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির আহমেদ খান পেয়েছেন ৫৪৩ ভোট। এছাড়া আরেক প্রার্থী নজরুল ইসলাম মিঠু পেয়েছেন ২৬৪ ভোট।
সাধারণ সম্পাদকের একটি পদের জন্য প্রার্থী ছিলেন ছয়জন। এরমধ্যে বিজয়ী সোহেল পেয়েছেন ৪২২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন পেয়েছেন ৩৮৩ ভোট। একই পদে আফজাল বারী ৫৫ ভোট, আরাফাত ৭২ ভোট, জামিউল আহসান সিপু ২৪৭ ভোট ও শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামিল) পেয়েছেন ২৬০ ভোট।
এছাড়া সহ-সভাপতি একটি পদের বিপরীতে দীপু সারোয়ার ৮২৩ ভোটে বিজয়ী হয়েছেন। এই পদে গ্যালমান শফি পেয়েছেন ৫৯১ ভোট।
এছাড়া যুগ্ম সম্পাদক পদে মঈনুল হাসান,সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল, অর্থ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক পদে কাউসার আজম, নারী বিষয়ক সম্পাদক পদে মরিয়ম মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে তোফাজ্জল হোসেন রুবেল, ক্রিড়া সম্পাদক পদে, মাহবুবুল আলম, সাংস্কৃতিক সম্পাদক পদে, মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক পদে তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য পদে মনিরুল ইসলাম মিল্লাত, ইসমাইল হোসেন রাসেল, মহাসিন বেপারী, মোজাম্মেল হক তুহিন, কিরন শেখ, এস এম মোস্তাফিজুর রহমান, মোঃ ইব্রাহিম আলী বিজয়ী হয়েছেন।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: +8809638214724
www.sangbadlive24.com