গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে স্মরণ সভার আয়োজন করবে গণস্বাস্থ্য কেন্দ্র। মঙ্গলবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
আগামী ২৩ এপ্রিল সকাল ১১টায় সাভারের আশুলিয়ায় গণবিশ্ববিদ্যালয় মিলনায়তনে, ২৫ এপ্রিল সকাল ১১টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম এটিএম মেজর হায়দার হল মিলনায়তন এবং ২৮ এপ্রিল কক্সবাজারের বাহারছড়ায় গণস্বাস্থ্য কেন্দ্রে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত বছরের ১১ এপ্রিল রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com