টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রায়ই ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন (এফএসডি) বা উইভিং প্ল্যান তৈরিতে গ্রাফ পেপারে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করেন। এ সমস্যার সমাধানে এবার এগিয়ে এসেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর এক শিক্ষার্থী।
নিটারের ১২তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম খন্দকার শাওন ‘এফএসডি স্টুডিও’ নামে একটি ওয়েব-ভিত্তিক টুল তৈরি করেছেন। এ টুলের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই গ্রিডে উইভ প্যাটার্ন ড্র করতে পারেন, অটোমেটিক ড্রাফটিং প্ল্যান ও লিফটিং প্ল্যান জেনারেট করতে পারেন এবং হাই-রেজোলিউশন পিএনজি ফাইল হিসেবে ডাউনলোড করতে পারেন। ‘এফএসডি স্টুডিও’ ব্যবহারের লিঙ্ক: https://fsdstudio.rf.gd/
শাওন জানান, এটি মূলত নিটারসহ অন্যান্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত শিক্ষার্থীদের অনুশীলনের সুবিধার্থে তৈরি করা হয়েছে। তিনি বলেন, `এফএসডি স্টুডিও তৈরির প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের গ্রাফ পেপারের ঝামেলা থেকে মুক্তি দিয়ে আধুনিকভাবে অনুশীলনের সুযোগ করে দেওয়া। ভবিষ্যতে এটিকে আরও ফিচার যোগ করে উন্নত করার পরিকল্পনা রয়েছে। সবার ব্যবহারের সুবিধার্থে এটি সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে।
নিটারের শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সমস্যা সমাধানের দক্ষতা নতুন নয়। শাওনের এ উদ্যোগ তারই ধারাবাহিকতা। অনেক শিক্ষার্থী জানিয়েছেন, এফএসডি স্টুডিও ব্যবহার করে তাদের অনুশীলনের মান উন্নত হয়েছে এবং তারা এটি উপভোগ করছেন। এ ধরনের উদ্ভাবন নিটারিয়ানদের অনুপ্রাণিত করছে বলে জানিয়েছেন তারা।


