টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীতে সামাজিক সমস্যার সমাধানে সৃজনশীল ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন করার জন্য তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক উদ্যোগ প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’। বিশ্বের সবচেয়ে বড় এই উদ্যোগ প্রতিযোগিতাকে "শিক্ষার্থীদের নোবেল" হিসেবেও অভিহিত করা হয়। জাতিসংঘ ও বিল ক্লিনটন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সামাজিক সমস্যার জন্য নতুন ও উদ্ভাবনী সমাধান উপস্থাপন করে থাকে।
২০২৪-২৫ অন-ক্যাম্পাস রাউন্ডে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন কলেজের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মোঃ জাহিদ হাসান। তিনি জানান, এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ‘আনলিমিটেড’, যার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর অন্তর্ভুক্ত যে কোনো একটি বা একাধিক লক্ষ্যে ভিত্তি করে অংশগ্রহণকারী দলগুলোকে বিজনেস আইডিয়া তৈরি করতে হবে। অংশগ্রহণকারীরা বিশেষ সার্টিফিকেট এবং আন্তর্জাতিক মানের মেন্টরদের কাছ থেকে গ্রুমিং সেশন পাওয়ার সুযোগ পাবে।
তিনি আরও জানান, অন-ক্যাম্পাস রাউন্ডটি তিনটি ধাপে সম্পন্ন হবে: আইডিয়া সাবমিশন, সেমি-ফাইনাল, এবং ফাইনাল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে তিন থেকে পাঁচ সদস্যের মধ্যে গঠন করতে হবে। চূড়ান্ত বিজয়ী দলগুলো আন্তর্জাতিক রিজিওনাল এবং গ্লোবাল সামিটে অংশ নেবে, যেখানে বিজয়ী দল ১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার পাবে।
২০২৩-২৪ সালের সাফল্যের ধারাবাহিকতা: গত বছর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীতে ১৯টি দলে ৮০+ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। সেখান থেকে সেরা ৯টি দল সেমিফাইনালে এবং পরে ৫টি দল গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেয়। ‘The Axioms’ চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয়। প্রথম রানার আপ ছিল টিম ‘Innovative Titans’ এবং দ্বিতীয় রানার আপ টিম ‘The Core’।
প্রতিযোগিতাটি বিভিন্ন ক্ষেত্রে সহযোগী স্পন্সর হিসেবে পেয়েছিল পূবালী ব্যাংক পিএলসি, সেই রঙ, আর্টে আমোরে, শক্তি+, এবং দ্যা ডেইলি ক্যাম্পাসের মতো প্রখ্যাত প্রতিষ্ঠানগুলো।
এবারের আয়োজনের প্রত্যাশা: ক্যাম্পাস ডিরেক্টর মোঃ জাহিদ হাসান এবং তার কার্যনির্বাহী দল আশা করছেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, উদ্যোগী মনোভাব, এবং সামাজিক দায়িত্বশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com