আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সিমেক ইনস্টিটিউট ও ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েটস (আইডিয়া) ফাউন্ডেশন -এর যৌথ উদ্যোগে “টেকসই উন্নয়নের স্থানীয়করণ” শীর্ষক সেমিনার (৩ জানুয়ারি ২০২৩) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আইডিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি সাস্টটেইনিবিলিটি পলিসি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. ডোরা মেরিনোভা। বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ও মার্কেটিং বিভাগের প্রধান প্রফেসর ড. জুলিয়া রিচার্ডসন। এছাড়াও আলোচক ছিলেন এসডিজি একশন রিসার্চ-এর উপদেষ্টা কনসালটেন্ট ড. মোয়াজ্জেম হোসেন, সার্কুলার ইকোনমিকস (প্রাঃ) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ড. আসিফ সিদ্দিকি, আইডিয়া ফাউন্ডেশন-এর প্রধান গবেষক হোসাইন সামাদ। সভাপতিত্ব করেন সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম। শুরুতে ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার এর চিফ কো-অর্ডিনেটর ড. রতন কুমার রায় আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
সেমিনারটি আয়োজনের বিষয়ে জানতে চাইলে এসডিজি মডেল ভিলেজ বাংলাদেশ এর ন্যাশনাল কো-অর্ডিনেটর মুহাম্মাদ শরিফুর রহমান জানান, “সিমেক ইনস্টিটিউট অফ টেকনোলজির ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারে গত পাঁচ বছর ধরে এসডিজি একশন রিসার্চ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহে বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন করা হচ্ছে। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় ও ইউনিভারসিটি অফ সানশাইন কোষ্ট এর সাথে আমাদের ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের মাধ্যমে কয়েকটি গবেষণাধর্মী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি কর্মকর্তা, গবেষক ও একাডেমীয়াদের অস্ট্রেলিয়ায় শিক্ষা, গবেষণা ও শর্ট কোর্সে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হয়েছে”।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ আবুল কালাম আজাদ এসডিজি বাস্তবায়নে নারী ও যুবকদের এগিয়ে আসার অনুরোধ জানান। তিনি বলেন, এর ফলে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে। স্থানীয় জনপ্রতিনিধি, মুরব্বিসহ সকলের সহায়তার মাধ্যমে স্থানীয় উন্নয়নকে দ্রুততর করা সহজ হবে। দেশের টেকসই উন্নয়নে সিমেক এর এই উদ্যোগটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন। তিনি এসডিজি মডেল ভিলেজ বাস্তবায়নে তরুণদের অংশগ্রহণের ভূয়সি প্রশংসা করেন।
সমাপনী বক্তব্যে প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচক এবং অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।