টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীতে গতকাল (২৪ এপ্রিল) সফলভাবে সম্পন্ন হয়েছে “ফ্যাব্রিক অ্যান্ড অ্যাপারেল উইক ২০২৫”-এর সমাপনী অনুষ্ঠান। কলেজের স্বনামধন্য টিইসিইন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্লাব আয়োজিত এই সপ্তাহব্যাপী আয়োজনে ছিল নানা শিক্ষামূলক, সৃজনশীল ও ইন্ডাস্ট্রি-কেন্দ্রিক কার্যক্রম, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল “বুনন প্রতিযোগিতা”, যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং টেক্সটাইল সংক্রান্ত দক্ষতা প্রদর্শনের এক অসাধারণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রকিব এবং কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সৃজনশীলতা বিকাশে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।”
উল্লেখযোগ্যভাবে, এবারের “ফ্যাব্রিক অ্যান্ড অ্যাপারেল উইক ২০২৫”-এ প্রায় ১৫০০-এর অধিক ফ্যাব্রিক স্যাম্পল প্রদর্শিত হয়। পাশাপাশি অ্যাপারেল সংক্রান্ত বিভিন্ন প্রদর্শনী ও আলোচনা সভা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের টেক্সটাইল ও পোশাক খাতের আধুনিক ধারণা ও প্র্যাকটিক্যাল দিকগুলো তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি শুরু হয়েছিল ১৯ এপ্রিল, এবং পুরো সপ্তাহজুড়ে নানা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে ক্যাম্পাস। আয়োজক ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন জ্ঞানভিত্তিক ও সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com