বাংলাদেশের গবেষণা অঙ্গনের জন্য গর্বের আরেকটি মাইলফলক অর্জন করল Journal of Advanced Veterinary and Animal Research (JAVAR)। টানা দ্বিতীয়বারের মতো জার্নালটি “দেশসেরা বৈজ্ঞানিক জার্নাল” হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই অসাধারণ সাফল্য দেশের প্রাণিসম্পদ, পশুচিকিৎসা ও প্রাণীজ বিজ্ঞান গবেষণাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুপ্রতিষ্ঠিত করল।
জার্নালটির প্রধান সম্পাদক (Editor-in-Chief) অধ্যাপক ড. নাজমুল এইচ. নাজির এই অর্জনের জন্য জার্নালের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সকল দেশি ও বিদেশি লেখক, গবেষক, সম্পাদক, রিভিউয়ার ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন,
“আলহামদুলিল্লাহ। JAVAR-এর এই সম্মান আমাদের সকলের সম্মিলিত প্রয়াসের ফল। যাঁরা দেশ ও বিদেশ থেকে আমাদের পাশে ছিলেন, তাঁদের অবদান আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। ভবিষ্যতেও আপনাদের এমন সহযোগিতা ও সংশ্লিষ্টতা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। Let us work together for a better science.”
২০১৪ সালে প্রকাশনা শুরু করা JAVAR অল্প সময়েই আন্তর্জাতিক মানসম্পন্ন রিসার্চ জার্নাল হিসেবে খ্যাতি অর্জন করেছে। প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, পশুচিকিৎসা, সংক্রামক রোগ, পশু কল্যাণ, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশগত স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণালব্ধ তথ্য প্রকাশ করে জার্নালটি ইতোমধ্যে আন্তর্জাতিক গবেষকদের মধ্যেও ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।
এই সাফল্যের পেছনে রয়েছে একটি নিবেদিত ও পেশাদার সম্পাদকীয় টিম, যাঁরা গবেষণার গুণমান নিশ্চিত করতে আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করে রিভিউ প্রক্রিয়া পরিচালনা করেন। প্রতি সংখ্যায় প্রকাশিত গবেষণাপত্রসমূহ SCI, Scopus, CAB Abstracts, DOAJ, Google Scholar, এবং অন্যান্য প্রভাবশালী ডাটাবেজে সূচিত হয়। ফলে দেশি গবেষণাকর্ম বিশ্ব দরবারে ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে।
দেশীয় গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে JAVAR একটি মডেল হিসেবে কাজ করছে। তরুণ গবেষকদের জন্য এটি একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে তাঁরা তাদের গবেষণা প্রকাশ করতে পারছেন বৈজ্ঞানিক মান বজায় রেখে।
জার্নালটির এই ধারাবাহিক সাফল্য দেশের বিজ্ঞান ও গবেষণাভিত্তিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গবেষণায় উৎসাহ, মানোন্নয়ন এবং গ্লোবাল কানেক্টিভিটির ক্ষেত্রে JAVAR একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সকল বাধা অতিক্রম করে আন্তর্জাতিক স্বীকৃতিসম্পন্ন এই জার্নালটি ভবিষ্যতেও প্রাণিসম্পদ ও পশুচিকিৎসা গবেষণায় অগ্রণী ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সবার।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com