ads
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

জেনেভা ক্যাম্পে ডিএমপির অভিযান: ককটেল-হেরোইনসহ গ্রেফতার ৪০

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী, অস্ত্র সরবরাহকারী ও ককটেল মজুতকারীদের বিরুদ্ধে চালানো অভিযানে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হয়ে রবিবার রাত ৩টা পর্যন্ত টানা এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেফতারদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৮টি ককটেল, ২টি পেট্রোল বোমা, ৬টি সামুরাই, ৫টি হেলমেট, ৩টি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন এবং প্রায় ৫০০ গ্রাম হেরোইন।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

তিনি বলেন, “মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরেই বিভিন্ন অপরাধের জন্য কুখ্যাত। বিশেষ করে মাদক চোরাচালান ও বিক্রির ক্ষেত্রে এলাকা কুখ্যাত। আমরা নিয়মিতভাবেই এখানে অভিযান পরিচালনা করি। সেই ধারাবাহিকতায় শনিবার বিকেল থেকে রাতভর ১২০ জন পুলিশ সদস্য নিয়ে বিশেষ অভিযান চালানো হয়। এতে মাদক ব্যবসায়ী, অস্ত্র সরবরাহকারী ও ককটেল মজুতকারীদেরসহ ৪০ জনকে আটক করা হয়েছে।”

মোহাম্মদপুর থানা সূত্র জানায়, রাজধানীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিএমপির বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।