ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

জাবিপ্রবিতে খুলনা বিভাগীয় সমিতির আয়োজনে উৎসবমুখর ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন ২০২৫’ অনুষ্ঠিত

জাবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন ২০২৫’।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয় সন্ধ্যা ৬টায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, প্রক্টর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাদিকুর রহমান, সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. এনামুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আলী কদর। সঞ্চালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক ফাইজুর রহমান ফাহিম। এ সময় সাধারণ সম্পাদক মুসলিম ইবনে রবি, জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিরাজুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্য ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা নবাগত খুলনা বিভাগের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে খুলনা বিভাগের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন দপ্তর সম্পাদক মিরাজ হোসেন।

নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। শেষে সমিতির পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।