বিভিন্ন ভূঁইফোর অনলাইন সংবাদমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত হয়ে সুফিয়া আক্তারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তোভোগী সুফিয়া আক্তারের বক্তব্য, দেলোয়ার হোসেন ফারুক এবং তার সন্ত্রাসী দলবল মিলে তার স্বামী ও দেবরের কাছ থেকে ইতোপূর্বে জোরপূর্বক প্রায় ৩ শতক জমি বেদখল করে রেখেছে। তার স্বামী আব্দুল বারেক মারা যাওয়ায় পরিবারে বড় কোনো পুরুষ অভিভাবক না থাকায় চলতি বছরের শুরু থেকে ফারুক নতুন করে আরো কিছু জমি বেদখল করার চেষ্টা করেছে।
দেলোয়ার হোসেন ফারুক প্রভাবশালী ব্যাক্তিদের ছত্রছায়ায় থেকে নিউজে উল্লেখিত বাউন্ডারির কিছু অংশ ভেঙে রাস্তা করার চেষ্টা করেছে এবং সুফিয়া আক্তার তা বেশ কয়েকবার সংস্কার করেছে। তারপরও ফারুক খুন করে হলেও বাউন্ডারি ভেঙে রাস্তা করবে বলে হুমকিও দিয়েছে।
হুমকির বিষয়ে ভুক্তোভোগী নারী সুফিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে রেখেছেন। বিষয়টি নিয়ে এলাকায় বেশ কয়েকটি সালিশ হয়েছে এবং সালিশে সকলে সুফিয়া আক্তারের পক্ষে রায় দিয়েছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, ওই জমির প্রকৃত মালিক সুফিয়া আক্তারের স্বামী প্রয়াত আব্দুল বারেক। স্বাভাবিকভাবে এই বাউন্ডারির জমিতে কখনোই কোনো রাস্তা ছিলো না। কিন্তু ফারুক সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় এবং প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় থেকে সুফিয়াকে বিগত ৫-৬ মাস যাবত হয়রানি করেছে এবং এখন মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি করছে।
সংবাদ লাইভ/বিজ্ঞপ্তি
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com