ইবি প্রতিনিধি:
বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) কুষ্টিয়া রেলস্টেশনে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ইবি শাখার সেক্রেটারি এস এম শামীম, জয়েন্ট সেক্রেটারি আহসান হাবীব মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী, অর্থ সম্পাদক আহমদ আবদুল্লাহ খান, সদস্য এস এম রেদোয়ানুল হাসান রায়হান, আরিফুল ইসলাম, নাজমুস সাকিব, আবদুল্লাহ তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ শেষে সেক্রেটারি এস এম শামীম বলেন, “আমরা ইসলাম, দেশ ও মানবতার কল্যাণকে সামনে রেখে কাজ করে থাকি। যেমনভাবে আমরা অধিকারবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকি, ঠিক তেমনি এ দেশের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশেও সবসময় থাকব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “মানবতার সেবায় এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com