প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৮:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৩, ৯:৪৫ অপরাহ্ণ
জবির আবাসিক হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি
ফাতেমা আলী, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে এক শিক্ষার্থীকে ৩ ঘন্টা কক্ষে আটকে রেখে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনাটি তদন্ত করে অতিদ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রবিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এর সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে এক আবাসিক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের একটি সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। ঘটনাটি অতিদ্রুত তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলামকে তদন্ত কমিটির আহবায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহানাজ পারভীনকে সদস্য করা হয়।
এবিসয়ে অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ বলেন, আজ চিঠি পেয়েছি। কমিটির সদস্যরা আগামীকাল সভায় বসবো, আমরা দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেবো। তদন্তে বিলম্ব করা হবেনা।
এর আগে গত মঙ্গলবার (১৬ মে) রাত ৯ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ১২০৩ নম্বর কক্ষে চারুকলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফসা বিনতে নূরকে তিন ঘন্টা কক্ষে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সংবাদ লাইভ/জবি
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: +8809638214724
www.sangbadlive24.com