রমজানের দ্বিতীয় রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিন্নমূল, পরিছন্নতা কর্মী ও অসহায় পথশিশুদের মাঝে সেহরি বিতরণ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিনার হোসেনের নেতৃত্বে এই মহতী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা গেছে, রবিবার দিবাগত রাতে হাতিরপুল, কারওয়ান বাজার, ফার্মগেট ও শাহবাগ এলাকায় এই সেহরি বিতরণ করা হয়। সংগঠনের নেতাকর্মীরা রাতভর অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
এতে অংশ নেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি রাবিদ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক তাওহীদ আহমেদ স্বপ্নিল, আশা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব ইফতিকার রহমান টিপু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তৌফিক সরকার, ছাত্র ও বৃত্তি কল্যাণ বিষয়ক সম্পাদক সানাউল হক ভিকি, ছাত্রনেতা ওয়াহেদ সরকার, ফজলে রাব্বি, ফয়সাল রাহাত, মাহমুদুল হাসান ইমরান, ইয়াসিন, তোফায়েল, প্রিন্সসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, পবিত্র রমজানে সমাজের অসহায় মানুষদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। এই ধরনের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান তারা।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিনার হোসেন বলেন, “রমজান সংযম ও সহমর্মিতার মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারাই আমাদের জন্য আনন্দের। আমরা চাই, প্রতিটি মানুষ যেন অন্তত সেহরির খাবার পায়। ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় মানবতার কল্যাণে কাজ করতে প্রস্তুত।”
উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিভিন্ন সময় মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এই উদ্যোগে পথশিশু, ছিন্নমূল মানুষ ও পরিছন্নতা কর্মীরা সেহরির খাবার পেয়ে আনন্দিত হন। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “রমজানে আমাদের পাশে এসে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।”
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও আশপাশের মানুষ। তারা মনে করেন, ছাত্রসমাজের এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।


