সম্প্রতি বালু উত্তোলনকে কেন্দ্র করে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে।
এ ঘটনায় ৩ দিনের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এরপর এক সপ্তাহের ব্যবধানে তাকে অব্যাহতি দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখা।
শনিবার (৮ মার্চ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি ও সদস্য সচিব রহমত আলীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতিপত্রের প্রেসবিজ্ঞপ্তিতে সাক্ষর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার আহবায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি ও সদস্য সচিব রহমত আলী। অব্যাহতিপত্রে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণ উল্লেখ করা হয়েছে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com