দীর্ঘদিন ধরে তীব্র পরিবহন সংকটে জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। ক্যাম্পাসের নিজস্ব বাস সার্ভিসের অপ্রতুলতার কারণে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষার পরও বাসে জায়গা না পাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে কিংবা ঝুলে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন তারা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য যে সংখ্যক বাস বরাদ্দ রয়েছে,তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। অন্যদিকে, ৮০ শতাংশেরও বেশি শিক্ষার্থী আবাসিক সুবিধা বঞ্চিত হওয়ায় তাদের ক্যাম্পাসের বাইরে বিভিন্ন মেস ও ভাড়া বাসায় থাকতে হয়। এর ফলে দৈনন্দিন যাতায়াতের জন্য তাদের বিশ্ববিদ্যালয়ের সীমিত পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করতে হয়।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের অভিযোগ, বিশেষ করে দিনের শেষ ট্রিপগুলোতে এই সংকট চরমে পৌঁছায়। ২৮ সিটের মিনিবাসে প্রায় ৬০ জনেরও বেশি শিক্ষার্থীকে চাপাচাপি করে যাতায়াত করতে দেখা যায়। অনেকে বাসের সিঁড়িতে বা দরজায় ঝুলে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী রিসাত তাসনিম (সমাজবিজ্ঞান) বলেন, "প্রতিদিন ক্লাস শেষে বাসের জন্য দীর্ঘ লাইন দিতে হয়। অনেক সময় বাস এলেও এতটাই ভিড় থাকে যে ওঠা সম্ভব হয় না। বাধ্য হয়ে পরের বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। মনে হয়, পরিবহন ফি দিয়েও কোনো সুবিধা পাচ্ছি না।
নতুল্লাবাদ রুটসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে অতিরিক্ত ভিড়ের কারণে মাঝামাঝি স্টপেজে থাকা শিক্ষার্থীরা তো গাড়িতে ওঠার সুযোগই পান না। এছাড়া, পরিবহন পুলে থাকা বেশ কিছু বাসের ফিটনেস নিয়েও অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও সেই অনুপাতে পরিবহন সুবিধা বাড়েনি। আবাসন সংকট থাকায় শিক্ষার্থীদের শহরের বিভিন্ন প্রান্তে মেস বা ভাড়া বাসায় থাকতে হচ্ছে। ফলে তাদের যাতায়াত বিশ্ববিদ্যালয়ের বাসের উপর নির্ভরশীল। প্রয়োজনের তুলনায় বাসের সংখ্যা অনেক কম হওয়ায় এই সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। ঝুঁকিপূর্ণ যাতায়াতের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অনেকবার সমস্যা সমাধানের আশ্বাস পাওয়া গেলেও এখনো হয়নি কোনো যথাযথ সমাধান।
শিক্ষার্থীরা বলছেন, শুধু আশ্বাস নয়, দ্রুত বাসের সংখ্যা বৃদ্ধি এবং পরিবহন রুটের পরিধি বাড়িয়ে এই দুর্ভোগের স্থায়ী সমাধান করা জরুরি। অন্যথায়, প্রতিদিন তাদের এই ভোগান্তি নিয়েই ক্লাস করতে আসতে হবে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com