ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

গোবিপ্রবি প্রশাসনের বর্ষপূর্তি: জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়

গোবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে প্রথমবারের মতো গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে গত এক বছরে প্রশাসনের অগ্রগতির চিত্র তুলে ধরা হয়।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয় জনগণের অর্থে পরিচালিত হয়। তাই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।” তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পূর্বে বিশ্ববিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির কারণে নানামুখী সমস্যা দেখা দিয়েছিলো। বর্তমান প্রশাসন সেখান থেকে উত্তরণের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে কোনো ধরনের দুর্নীতির সুযোগ রাখা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, “এক বছরে আমরা একটি ভালো প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেছি। অনিয়ম ও দুর্নীতি পরিহার করে গোবিপ্রবিকে এগিয়ে নিতে কাজ করছি।”

ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, সারাদেশের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছে। তাদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে অধিক বাজেট প্রয়োজন। এ বিষয়ে সরকারি সহায়তা নিশ্চিত করতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রসঙ্গত, অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ২০২৪ সালের ২৮ অক্টোবর গোবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্ষপূর্তির সকালে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

এদিকে, দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট ও সকল দপ্তর প্রধানসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য। এতে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।