ads
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন

গোবিপ্রবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ফার্মেসি বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “থিঙ্ক হেলথ, থিঙ্ক ফার্মাসিস্ট”।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে রঙিন র‍্যালির মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয় অনুষ্ঠানের। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেক কেটে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষে একাডেমিক ভবনের মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ তরিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়া উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, এসেনশিয়াল ড্রাগস গোপালগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ১৯১২ সালের ২৫ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশন প্রতিষ্ঠিত হয় এবং ওই সভায় ২৫ সেপ্টেম্বরকে ফার্মাসিস্ট দিবস হিসেবে পালনের প্রস্তাব করা হয়। পরবর্তীতে ২০০৯ সালে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত কাউন্সিল মিটিংয়ে ‘তুরকিশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন’-এর প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। সেই থেকে ২০১০ সাল থেকে সারাবিশ্বে দিনটি ফার্মাসিস্টদের সম্মাননা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হয়ে আসছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।