গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবির) রাষ্ট্রবিজ্ঞান ও একাউন্টিং বিভাগের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান হামলা ও হেনস্তার শিকার হয়েছেন।
২৫ ডিসেম্বর রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদী চত্বরের সামনে এই ঘটনা ঘটে। দুই গ্রুপের সংঘর্ষ চলাকালীন সময়ে মাহমুদুল হাসান ঘটনার ভিডিও চিত্র ধারণ করতে গেলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ হামজাসহ কয়েকজন তার ওপর হামলা করে। এসময় তারা মাহমুদুল হাসানকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে।
এদিকে, একাধিক শিক্ষার্থীর তথ্য অনুযায়ী, এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুই বিভাগ তর্কে জড়ায়। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের হামলায় গুরুতর আহত হন একাউন্টিং বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী সজীব চন্দ্র দাস। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক এক্সরে রিপোর্ট পর্যবেক্ষণ করে জানান তার হাতের হাড়ে ফাটল ধরেছে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে, সহকারী প্রক্টর আরিফুল ইসলাম বলেন,” সাংবাদিককে হেনস্তার বিষয়টি আমরা অবগত হয়েছি। সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। এবিষয়ে আমরা তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নিব। ইতোমধ্যে দুপক্ষের সংঘর্ষ থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল দুই বিভাগের অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।


