ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

গোবিপ্রবিতে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু

গোবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর (গোবিপ্রবি) কর্মকর্তাদের জন্য ‘ই-কমিউনিকেশন ও ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪০৭ নং কক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (আইকিউএসি)। দুই দিনব্যাপী এই কর্মশালা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এবং শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। তিনি বলেন, ই-কমিউনিকেশন ও ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট সময়ের দাবি। কর্মকর্তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করা গেলে তারাই স্মার্টভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে পারবে। এতে অফিস পরিচালনায় সময়ও বাঁচবে। তবে শুধু দুই দিনের প্রশিক্ষণ যথেষ্ট নয়— নিয়মিত চর্চার মাধ্যমেই দক্ষতা অর্জন সম্ভব।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ডি-নথি আমাদের জন্য একটি নতুন বিষয়। আমরা ধীরে ধীরে এ প্রক্রিয়ায় এগোচ্ছি। অনেক জায়গায় ডি-নথি থাকলেও সময়মতো কাজ সম্পন্ন হয় না। তবে আমরা আশাবাদী, পুরোপুরি ডি-নথি চালু হলে সিস্টেমে ইতিবাচক পরিবর্তন আসবে। একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের মডেল প্রতিষ্ঠান গড়ে তুলতে দক্ষ জনবলই মূল চাবিকাঠি। এই প্রশিক্ষণ সে লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সোহেল হাসান বলেন, পেপারলেস ও দ্রুতগতির কাজই ভবিষ্যতের দিকনির্দেশনা। সময় মতো কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে স্বচ্ছ ও গতিশীল করে তোলা সম্ভব। জবাবদিহিতা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে আমরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারব।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স শাখার পরিচালক ড. দুর্গা রাণী সরকার। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন একই শাখার উপপরিচালক মোহাম্মদ মনির উল্লাহ।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে কর্মকর্তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অফিস ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।