বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) টাস্কফোর্স কমিটি গাবতলীতে জীব প্রযুক্তি প্রকল্পের আওতায় নির্মাণাধীন ল্যাবরেটরি কাম অফিস ভবন, কন্ট্রোল্ড গ্রীন হাউস এবং বাউন্ডারি ওয়াল নির্মাণ কার্যক্রম পরিদর্শন ও মনিটরিং করেছে।
অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ক্ষুদ্রসেচ), পূর্বাঞ্চল প্রকৌশলী মোঃ সারওয়ার হোসেন এর নেতৃত্বে টাস্কফোর্স কমিটি নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করতে সরেজমিনে পরিদর্শন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন বিএডিসি’র যুগ্ম পরিচালক মোঃ আসাদ হোসেন খান, উপ-পরিচালক ড. মোঃ আকিকুল ইসলাম এবং সহকারী প্রধান প্রকৌশলী তারেক ইয়াছিন। উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড. গোলাম মনসুর, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম এবং উপ-পরিচালক ড. মোহাম্মদ সাইদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
টাস্কফোর্স কমিটির এই পরিদর্শনের মাধ্যমে নির্মাণ কাজের অগ্রগতি, গুণগত মান এবং সময়মতো বাস্তবায়ন নিশ্চিতের লক্ষ্যে কার্যকর তদারকি ও মূল্যায়ন সম্পন্ন হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ধরনের মনিটরিং কার্যক্রমে প্রকল্পের সফল বাস্তবায়ন এবং টেকসই অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com