কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: বাংলাদেশের কৃষির কথা আসলেই কৃষিবিজ্ঞানী, কৃষি গবেষণার চলে আসে। কারণ উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং সেগুলোর সফল প্রয়োগের কারণেই কৃষিতে অবারিত সাফল্য এসেছে। কৃষকের কাজকে সহজ করতে কৃষিবিজ্ঞানী ও কৃষি-গবেষকদের ভূমিকা অনেক। আর এই কৃষিপ্রযুক্তি উদ্ভাবন ও নতুন জাত তৈরিতে যেসব বিজ্ঞানী অবদান রেখেছেন, তাঁদের অধিকাংশই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক। আর এ কারণে বাকৃবিকে বলা হয় কৃষিবিদ তৈরি ও কৃষি গবেষণার আঁতুড়ঘর।
কৃষিতে উচ্চশিক্ষা ও উচ্চতর গবেষণার লক্ষ্যে ৬২ বছর আগে প্রতিষ্ঠিত হয় বাকৃবি। প্রতিষ্ঠালগ্ন থেকে এই বিশ্ববিদ্যালয়টি সাফল্যের সাথে ৪ হাজারের অধিক গবেষণা প্রকল্প সমাপ্ত করেছে। বর্তমানে ৬ শত টির অধিক গবেষণা প্রকল্প চালু রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৬ টি অনুষদের গবেষণা বিষয়ক ধারাবাহিক প্রতিবেদনের এ পর্বে থাকছে মাৎস্যবিজ্ঞান অনুষদ।
গবেষণায় মাৎস্যবিজ্ঞান অনুষদ: শিং ও মাগুর মাছের কৃত্রিম প্রজননের কলাকৌশল ও চাষ পদ্ধতি উদ্ভাবন, ভাসমান খাঁচায় মাছ চাষ পদ্ধতি, খাচায় পাঙ্গাস চাষ, পেরিফাইটন বেইজ্ড মৎস্য চাষ, ডাকউইড দিয়ে মিশ্র মাৎস্যচাষ, মাছের জীবন্ত খাদ্য হিসেবে টিউবিফিসিড উৎপাদনের কলাকৌশল, পুকুরে মাগুর চাষের উপযোগী সহজলভ্য মৎস্য খাদ্য তৈরী, মাছের কৃত্রিম প্রজনন প্রযুক্তি উন্নয়ন ও জীব বৈচিত্র সংরক্ষণে শুক্রাণু ক্রয়োপ্রিজারভেশন প্রযুক্তির ব্যবহার কৌশল, স্বল্পব্যয় মিডিয়ামে ক্লোরেলার চাষ, মাছের পোনা পালনের জন্য রটিফারের চাষ, মাছের রোগ প্রতিরোধকল্পে ওষুধী গাছের ব্যবহার এবং রুই, কাতলা, মৃগেল, বিপন্ন প্রজাতির মাছ মহাশোল ও বাঘাইর, তারাবাইম, গুচিবাইম ও বাটা মাছের কৃত্রিম প্রজনন, নিরাপদ শুটকি তৈরীর ট্যানেল উদ্ভাবন, ধানক্ষেতে মাছ ও চিংড়ি চাষ, সহজলভ্য উপায়ে মাছের খাদ্য তৈরি ও গুণগত মান নির্ণয় প্রযুক্তি, ফিস বার্গার, ফিস বল, ফিস ফিংগারের মত জনপ্রিয় খাবার উদ্ভাবন, মাছের বিকল্প খাদ্যের জন্য ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ এবং বাড়ীর ছাদে কীটনাশক ও রাসায়নিক সারবিহীন একইসাথে মাছ ও সবজির উলম্ব একোয়াপনিক্স পদ্ধতিতে চাষ করার কৌশল, ধান ক্ষেতে মাছ চাষ প্রযুক্তি, ধান ক্ষেতে বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ায় মাছের আঙ্গুলি পোনা উৎপাদন, ইফকাস পদ্ধতিতে ভাসমান খাঁচা ও মাচায় মাছ ও সবজী উৎপাদন, জৈব সার হিসেবে পুকুরের কাদা ব্যবহার করে ঘাস উৎপাদন, গাঙ মাগুরের কৃত্রিম প্রজনন, ক্ষত রোগের প্রতিকার নির্ণয়, পাঙ্গাস মাছ থেকে ১১টি প্রক্রিয়াজাত পণ্য (ফিশ বার্গার, ফিশ আচার, ফিশ চাটনি, ফিশ কাটলেট, ফিশ সসেজ, ফিশ পাপড়, ফিশ ফ্রেড ফিশ চিপস, ফিশ ম্যাকরনি- পাস্তা, ফিশ জিলাটিন, ফিশ গ্লু) একোয়াকালচার উৎপাদনে মেশিন লার্ণিং পদ্ধতির ব্যাবহার, লাইন ব্রিডিং কৌশলের মাধ্যমে ভাগনা মাছের জাত উন্নয়ন প্রভৃতি।
গবেষণার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, 'একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ শিক্ষা ও গবেষণা। শিক্ষার জ্ঞানকে কাজে লাগিয়েই গবেষণাগুলো হয়ে থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সেই কাজটিই করে যাচ্ছে। আমাদের দেশটি কৃষিপ্রধান, আর এ কৃষিকে আরো এগিয়ে নিতে হলে কৃষি গবেষণার বিকল্প নেই। কৃষি গবেষণা এবং সেগুলোর প্রয়োগ ও সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের কৃষি সারাবিশ্বের মধ্যে প্রথম হবে সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।'
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com