ads
ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

গবেষণায় বাকৃবির কৃষি অনুষদ

সংবাদ লাইভ টুয়েন্টিফোর ডটকম
জানুয়ারি ১৬, ২০২৪ ৩:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: বাংলাদেশের কৃষির কথা আসলেই কৃষিবিজ্ঞানী, কৃষি গবেষণার চলে আসে। কারণ উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং সেগুলোর সফল প্রয়োগের কারণেই কৃষিতে অবারিত সাফল্য এসেছে। কৃষকের কাজকে সহজ করতে কৃষিবিজ্ঞানী ও কৃষি-গবেষকদের ভূমিকা অনেক। আর এই কৃষিপ্রযুক্তি উদ্ভাবন ও নতুন জাত তৈরিতে যেসব বিজ্ঞানী অবদান রেখেছেন, তাঁদের অধিকাংশই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক। আর এ কারণে বাকৃবিকে বলা হয় কৃষিবিদ তৈরি ও কৃষি গবেষণার আঁতুড়ঘর।

কৃষিতে উচ্চশিক্ষা ও উচ্চতর গবেষণার লক্ষ্যে ৬২ বছর আগে প্রতিষ্ঠিত হয় বাকৃবি। প্রতিষ্ঠালগ্ন থেকে এই বিশ্ববিদ্যালয়টি সাফল্যের সাথে ৪ হাজারের অধিক গবেষণা প্রকল্প সমাপ্ত করেছে। বর্তমানে ৬ শত টির অধিক গবেষণা প্রকল্প চালু রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৬ টি অনুষদের গবেষণা বিষয়ক ধারাবাহিক প্রতিবেদনের এ পর্বে থাকছে কৃষি অনুষদ।

গবেষণায় কৃষি অনুষদ: শস্যের জাত ও উৎপাদন প্রযুক্তিসমূহের মধ্যে অন্যতম হচ্ছে বাউ-৬৩, বাউধান-২, বাউধান-৩ নামে উফসী ধান এর জাত বড়ই এর জনপ্রিয় জাত বাউকুল, ‘সম্পন্ন’ ও ‘সম্বল’, বাউ-এম/৩৯৫, বাউ-এম/৩৯৬ নামে ৪টি উফশী সরিষা জাত; অল্টারনারিয়া ব্লাইট রোগ প্রতিরোধী বাউ-সরিষা-৪, বাউ সরিষা-৫, বাউ-সরিষা-৬, বাউ-সরিষা-৭, বাউ-সরিষা-৮ উদ্ভাবন, ডেভিস, ব্র্যাগ, সোহাগ, জি-২ ও বিএস-৪ নামে ৫টি সয়াবিন জাত, কমলা সুন্দরী ও তৃপ্তি নামে আলুর জাত, লতিরাজ, বিলাসী ও দৌলতপুরী নামে তিনটি মুখীকচু জাত, কলা ও আনারস উৎপাদনের উন্নত প্রযুক্তি, বাউ মিষ্টি আলু-৪, বাউ মিষ্টি আলু-৫, বাউ মিষ্টি আলু-৬ নামে ৩টি মিষ্টি আলুর জাত, রাইজোবিয়াল জৈব সার উৎপাদনে প্রযুক্তি৷ সয়েল টেস্টিং কিট, পেয়ারা গাছের মড়ক নিবারণ পদ্ধতি, বীজের স্বাস্থ্য পরীক্ষা সহজ পদ্ধতি, সৌরতাপের সাহায্যে পাট ও ধান বীজের ফাংগাস আক্রমন নিয়ন্ত্রণ, অ্যারোবিক পদ্ধতিতে ধান চাষ প্রযুক্তি, শুকানো পদ্ধতিতে বোর ধান চাষ, পশু খাদ্য হিসেবে ভুট্টা উৎপাদন বৃদ্ধির কলাকৌশল। এই অনুষদের তত্ত্বাবধানে থাকা জার্মপ্লাজম সেন্টার কর্তৃক ৬টি নতুন জাতের রঙিন আলুর জাতসহ ৮১টি বিভিন্ন প্রজাতির ফলের জাত বের করা হয়েছে। এছাড়া ২২০ প্রজাতির ১০,৫০০ মাতৃগাছসহ ২১২টি আমের, পেয়ারার ৪৭টি, লিচুর ৩২টি, ৪৮ রকমের সাইট্রাস ফল ও ৬৮ জাতের ঔষধী গাছ, ১৮ জাতের কাঁঠালসহ বিশ্বের ৪৯টি দেশ থেকে আনা নানা ফলের প্লাজম রয়েছে এখানে। আফ্রিকান ধৈঞ্চার অঙ্গজ প্রজনন, একই মাচায় বর্ষব্যাপি লতা জাতীয় শস্যের চাষ, কাঠালের জার্মপ্লাজম সংরক্ষণ, গার্লিক ট্যাবলেট, এলামনডা ট্যাবলেট, আইপিএম ল্যাব বায়োপেস্টিসাইট, বিলুপ্তপ্রায় শাকসবজি ও ফলের জার্মপ্লাজম সংরক্ষণ ও মলিকুলার বৈশিষ্ট সনাক্তকরণ কলাকৌশল, বিভিন্ন প্রকার সবজি অগ্রবর্তী লাইন ও হাইব্রিড জাত, পাতা দেখে উৎপাদনের পরিমাণ নির্ণয় কৌশল, বর্ষব্যাপি পাতা জাতীয় সবজি চাষ পদ্ধতি এবং রোগ-প্রতিরোধি বেগুন চাষ পদ্ধতি, মানুষ ও পশু খাদ্য হিসেবে কাসাবার বহুবিধ ব্যবহার উদ্ভাবন, রোজেল উদ্ভিদ থেকে পুষ্টিগুণসম্পন্ন খাদ্য ও পানীয় উৎপাদনের কৌশল উদ্ভাবন প্রভৃতি অন্যতম।

গবেষণার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ শিক্ষা ও গবেষণা। শিক্ষার জ্ঞানকে কাজে লাগিয়েই গবেষণাগুলো হয়ে থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সেই কাজটিই করে যাচ্ছে। আমাদের দেশটি কৃষিপ্রধান, আর এ কৃষিকে আরো এগিয়ে নিতে হলে কৃষি গবেষণার বিকল্প নেই। কৃষি গবেষণা এবং সেগুলোর প্রয়োগ ও সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের কৃষি সারাবিশ্বের মধ্যে প্রথম হবে সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।’

সংবাদ লাইভ/কৃষি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।