ads
ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

খুবির ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বেন ৯৭ জন 

সাইফুল ইসলাম, খুবি প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে।

১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে A ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা) স্কুলের ও B ইউনিটের (জীববিজ্ঞান) স্কুলের ভর্তি পরীক্ষা এবং ১৯ তারিখ অনুষ্ঠিত হবে C ইউনিট: কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ও D ইউনিট: ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনসমূহ ভর্তি পরীক্ষা।

১১১২ টি আসনের বিপরীতে এবার মোট আবেদন জমা পড়েছে ১০৮২৬৬জনের, যেখানে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছে গড়ে ৯৭ জন ভর্তিচ্ছু।

এবারের ভর্তি যুদ্ধে ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে ৩৮,৯৬১টি, ‘বি’ ইউনিটে ২৮,৯৬৮টি, ‘সি’ ইউনিটে ৩৬,৭৩৬টি এবং ‘ডি’ ইউনিটে ৩৬০৩টি আবেদন।

এবার চারটি বিভাগীয় শহর ঢাকা, খুলনা, রাজশাহী ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এবারই প্রথম চট্টগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।