ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাদিরপুর জান্নাতুল বানাত হামিদা খাতুন মহিলা মাদ্রাসায় বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী ও মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে আয়োজিত এ দোয়া মাহফিলে দেশনেত্রীর সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি, মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুর উদ্দিন সুরুজ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আজ মাদ্রাসায় একটি ছাগল সদকাহ দেওয়া হবে।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা দেশনেত্রীর দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। দোয়া মাহফিলের আয়োজন করেন ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)–এর সাংগঠনিক সম্পাদক এবং এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) ঢাকা জেলা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. শাহাদাত হোসেন পারভেজ। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা তার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। পুরো জাতির কাছে দোয়ার অনুরোধ করছি।” তিনি আরও বলেন, দেশনেত্রীর সুস্থতা শুধু দলের জন্য নয়, গণতন্ত্রের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, খুব দ্রুত তিনি সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসবেন।


