ads
ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

খালাস পেলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২১, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীতে রাষ্ট্রদোহের একটি মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। এ মামলার পরোয়ানা নোয়াখালীর চরজব্বার থানায় ফেরত পাঠানো হয়েছে।

বুধবার নোয়াখালীর প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নোমান মঈনুদ্দিন এই রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ জাবেদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। বিচারক এই মামলায় চার জনের সাক্ষ্য নিয়েছেন। সাক্ষ্যগ্রহণ শেষে প্রমাণ না পাওয়ায় তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া নোয়াখালীর চরজব্বার থানায় মামলাটির পরোয়ানা ফেরত পাঠানো হয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৫ সালে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার অভিযোগ এনে চরজব্বার থানায় মামলা করা হয়। পরবর্তীতে পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রের পর মামলাটি বিচারের জন্য এ আদালতে যায়। আজ সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন বিচারক।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।