ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি উপাদান প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের একটি অনন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। ১৭.৭ একরের সবুজে ঘেরা মনোভিরম এই ক্যাম্পাসটিতে শুধু দক্ষ ইঞ্জিনিয়ার নয়, পরিপূর্ণ একজন মানুষ হিসেবে গড়ে ওঠার সকল উপাদান বিদ্যমান।
এই ক্যাম্পাসেই রয়েছে সুবিশাল দুটি প্লে গ্রাউন্ড। প্লে গ্রাউন্ড-১ এন্ড প্লেগ্রাউন্ড-২। সারা বছরব্যাপী বিভিন্ন ইনডোর এবং আউটডোর গেমসের মাধ্যমে একজন শিক্ষার্থীর পরিপূর্ণ মনোবিকাশ সাধনের জন্য এবং খেলাধুলা কে সঠিকভাবে পরিচালনার জন্য অত্যন্ত সুগঠিত একটি ক্লাব বিদ্যমান, NGSC (NITER Games & Sports Club).
নিটারের অন্য সকল ক্লাবের মধ্যে এই ক্লাবটি অনন্য তার গঠনতন্ত্রের জন্য এবং তার কাজের জন্য। ক্লাবটি নিটারে আয়োজিত সকল খেলা সহ ইনডোর গেমস এবং অনলাইন গেমস আয়োজন করে থাকে। সকল খেলাধূলা চূড়ান্ত বর্ষের NGSC সদস্যরা মূখ্য ভূমিকায় থেকে তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম বর্ষের NGSC মেম্বারদের সহযোগিতায় পরিচালনা করে।
কিন্তু বর্তমান নিটার প্রশাসনের স্বৈরাচারী মনোভাবের কারণে কোন ধরনের টুর্নামেন্ট ঠিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। নিটার প্রশাসনের চরম অসহযোগিতা এবং তাদের একরোখা স্বভাবের কারণে পিছিয়ে পড়ছে নিটারের ক্রীড়াঙ্গন।
প্রথম অসঙ্গতি লক্ষ্য করা যায়, NGSC এর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন নিয়ে। বারবার হয়রানি করার পরে তারা পূর্ণাঙ্গ কমিটিকে অনুমোদন দেয়। অনুমোদন দেওয়ার পরে বাজেটের নামে শুরু করে নতুন হয়রানি। ব্যাংক একাউন্টের দোহাই দিয়ে তারা সব ধরনের বার্ষিক বাজেট সহায়তা বন্ধ করে দেয়। এমত অবস্থায় নিটারের সব থেকে বড় দুইটি টুর্নামেন্ট নিটার প্রিমিয়ার লিগ (ক্রিকেট) ও নিটার প্রিমিয়ার লিগ (ফুটবল) চালানো একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। টুর্নামেন্ট আয়োজনে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য প্রক্টরিয়াল বডি দ্বারা অকশনের স্থানে থেকে জুনিয়রদের সরে যাওয়ার নির্দেশসহ সব ধরনের অসহযোগিতা করেছে নিটার প্রশাসন। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের চাপে টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দেয় তবে বাজেট সহায়তা ছাড়াই নিটার প্রিমিয়ার লিগ (ক্রিকেট) সম্পূর্ণ করেন NGSC। পূর্বের সকল টুর্নামেন্টে স্যারদের থেকে সব ধরনের সহায়তা এবং স্যারদের সরব উপস্থিতি থাকলেও এই বছর নিটার প্রিমিয়ার লিগ ক্রিকেট ২০২৪ এ কোন স্যারের সরব উপস্থিতি দেখা যায়নি।
প্রথম টুর্নামেন্টে হয়রানির পরে NGSC, সকল শর্ত পূরণপূর্বক প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নিয়ে প্রশাসনের কাছে অনুমতি চাইতে গেলে এবারও তারা চরম অবহেলা শিকার হন। নিটার প্রশাসন থেকে বারবার তাদের ঘোরানো হলেও ছয় মাসেও কোন ধরনের বাজেট সহায়তা দেয়নি নিটার প্রশাসন। অথচ তারা শিক্ষার্থীদের উন্নয়নের নামে একের পর এক অপ্রয়োজনীয় সব সেমিনার আয়োজন করে গেছে।
নিটারের শিক্ষার্থীদের প্রতি চরম অবহেলার খড়গ তখন নেমে আসে, যখন নিটার প্রশাসন থেকে জানানো হয় "সারাবছর কোন ধরনের খেলাধুলার আয়োজন করা যাবে না, শুধুমাত্র নির্দিষ্ট স্পোর্টস উইকের মধ্যে সব ধরনের খেলাধুলা শেষ করতে হবে "। যেটি কার্যতো নিটার শিক্ষার্থীদের প্রতি নিটার প্রশাসনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। নিটার প্রশাসনের মধ্যে সবচেয়ে বেশি স্বেচ্ছাচারী বর্তমান নিটারের সুপারভাইজার স্যার। তার চূড়ান্ত অবহেলার কারণে নিটারের শিক্ষার্থীরা খেলাধুলার মতো সুস্থ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে যা নিটারের শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের জন্ম দিচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের থেকে সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা এই প্রশাসনের বিরুদ্ধে কোন ধরনের কোন কথা বলার অধিকার পায়না, তাদের একরকম বাকরুদ্ধ করে রাখা হয়েছে।
ক্রীড়াঙ্গনের প্রতি নিটার প্রশাসনের সমর্থন প্রত্যাহার শিক্ষার্থীদের মানসিক বিকাশের প্রধান অন্তরায় এবং গুরুতর চাপ হিসেবে ধরা হচ্ছে। অচিরেই নিটারে সুষ্ঠু ক্রিয়া চর্চার পরিবেশ ফিরে আসুক এটাই কাম্য।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com